ক্যান্সারে মারা যাচ্ছে ৯১ হাজার মানুষ
বাংলাদেশে প্রতি বছর এক লাখ ২২ হাজার মানুষ ক্যান্সারে আক্রাত হয়ে থাকে এবং ৯১হাজার মানুষ মারা যায়। সোমবার বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে “কমিউনিটি অনকোলজি নেটওয়ার্ক” আয়োজিত সংবাদ সম্মেলনে ক্যান্সার বিশেষজ্ঞ ডা. মো. হাবিবুল্লা তালুকদার এ কথা বলেন। তিনি আরো জানিয়েছেন বিশ্ব ক্যান্সার দিবস- ২০১৪ উপলক্ষে, সেন্টার ফর প্রিভেনশন এন্ড রিসার্চ(CCPR) আয়োজিত ক্যান্সার সচেতনায় সড়কযাত্রা করবেন তারা। তিনি আরো বলেন, মার্চ মাসের ২৮ ও ২৯ তারিখে রাজশাহীর বিভিন্ন জেলার, জনগণকে ক্যান্সারে আক্রাত...
Posted Under : Health News
Viewed#: 21
See details.

